Facebook
Twitter
Email
Print

One Response

  1. “ওনার নাম হাসিনা বেগম।
    চুয়াডাঙ্গার এক ছোট্ট গ্রামে বাস।
    বছরের পর বছর দেখেছেন, কীভাবে তার স্বামী মাঠে পরিশ্রম করতেন,
    কিন্তু লাভ থাকত সামান্যই।”

    “একদিন তিনি শুনলেন GrowFarmer-এর Corn Project-এর কথা।
    বিনিয়োগকারীরা কৃষকদের পাশে দাঁড়ায়,
    আর সেই বিনিয়োগেই হাসিনা বেগম শুরু করেন নিজের প্রথম ভুট্টা চাষ।”

    🌽
    “আজ তিনি শুধু একজন কৃষাণী নন,
    একজন উদ্যোক্তা।
    মাঠে যেভাবে ভুট্টা বড় হচ্ছে,
    ঠিক সেভাবেই বাড়ছে তার আত্মবিশ্বাস।”

    📈
    “GrowFarmer-এর মাধ্যমে তার মতো আরও অনেক নারী
    পাচ্ছেন সরাসরি সাপোর্ট, প্রশিক্ষণ, এবং ন্যায্য দাম।
    আর বিনিয়োগকারীরা পাচ্ছেন ৬ মাসে ১৮%+ লাভ —
    বা বার্ষিক ৩৬% পর্যন্ত রিটার্ন!”

    👩‍🌾
    “হাসিনা বেগম আজ বলেন—
    ‘আমি শুধু ধান কাটছি না, নিজের স্বপ্নও কাটছি!'”

    🔗 growfarmer.uk
    GrowFarmer – যেখানে নারীর হাতেই গড়ে উঠছে ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author
Latest Post